শিরোনাম

দুর্নীতির মামলায় রিমান্ডে প্রশ্নফাঁস চক্রের হোতা আবেদ আলী

আদালত-সংবাদদাতা
দুর্নীতির মামলায় রিমান্ডে প্রশ্নফাঁস চক্রের হোতা আবেদ আলী
আবেদ আলী (ছবি: সংগৃহীত)

প্রশ্নফাঁস চক্রের হোতা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে থাকা আবেদ আলীকে সকালে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। শুনানির আগে তাকে বিচারকের এজলাসে তোলা হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও এর উৎস সম্পর্কে তথ্য উদঘাটনের জন্য আসামিকে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আবেদ আলীর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুদক আইন ও মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে মো. জাকারিয়া রহমানসহ একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন।

আবেদনে আরও বলা হয়, আসামি সংঘবদ্ধ প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারি কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল। তার মাধ্যমে অনেকে অনৈতিকভাবে চাকরি পেয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

তবে আদালতে শুনানিতে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান আসামির আইনজীবী।‌

/টিই/