শিরোনাম

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, আসনপ্রতি কতজন প্রার্থী?

জবি প্রতিনিধি
জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, আসনপ্রতি কতজন প্রার্থী?
ভর্তি পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের ৬১০টি আসনের বিপরীতে মোট ২৫,৮২৬টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে প্রতিটি আসনের জন্য প্রায় ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

তিনি আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://jnuadmission.com)-এ তাদের ইউজার আইডি দিয়ে লগইন করে নিজ নিজ কেন্দ্র এবং আসনের বিস্তারিত তথ্য জেনে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

/জেএইচ/