শিরোনাম

বলিউড ভাইজানের জন্মদিনে মুম্বাইজুড়ে উৎসবের আমেজ

বিনোদন ডেস্ক
বলিউড ভাইজানের জন্মদিনে মুম্বাইজুড়ে উৎসবের আমেজ
৬০তম জন্মদিনে বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান হিসেবে পরিচিত সালমান খানের নামের সঙ্গে আজও ‘ব্যাচেলর’ তকমা যুক্ত আছে। তিন দশকের ক্যারিয়ারে তিনি কখনও ‘প্রেম’, কখনও ‘রাধে’, আবার কখনও ‘টাইগার’ হয়ে বক্স অফিস কাঁপিয়েছেন। সালমান কেবল চরিত্রে অভিনয় করেননি বরং প্রজন্মের আবেগের অঙ্গ হয়ে উঠেছেন।

জীবনের ৬০ বছরে পদার্পণ করলেন বলিউডের ‘ভাইজান’। ২৭ ডিসেম্বর তাঁর জন্মদিনে মুম্বাই শহরে কার্যত উৎসবের আমেজ বিরাজ করেছিল। বলিউডের সুপরিচিত তারকা থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন সালমান খানের জন্মদিন উদযাপনে।

প্রতি বছরই সালমান খানের জন্মদিনে থাকে বড়সড় আয়োজন। আগেই তিনি জানিয়েছিলেন, বছরের বিভিন্ন আনন্দঘন মুহূর্তের পরিসমাপ্তি তাঁর জন্মদিনে হয়। এবার সেই উদযাপন শুরু হয় শুক্রবার রাত থেকেই। ৬০তম জন্মদিনকে ঘিরে মুম্বাই শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সালমানের জন্মদিনে আলোকসজ্জায় ঝলমল করে উঠেছিল বান্দ্রা ওরলি সি লিংক। আলোর মাঝে এক পাশে ফুটে উঠেছিল সালমানের ছবি, অন্য পাশে লেখা ছিল—‘হ্যাপি বার্থডে ভাই’। মূল অনুষ্ঠান হয় পানভেলের ফার্মহাউসে, যেখানে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করেন তিনি। তবু পাপারাজ্জিদেরও তিনি অসন্তুষ্ট করেননি; বাইরে এসে তাঁদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন সালমান।

এই বিশেষ দিনে সালমানের লুকও সবার নজর কাড়ে। বর্তমানে ‘গালওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও শুক্রবার রাতে তিনি একেবারে ক্লিনশেভ লুকে দেখা দেন। পোশাকেও ছিলেন সাদামাটা। ছিলো কালো টি-শার্ট, নীল ডেনিম এবং হাতে পরিচিত ট্রেডমার্ক ব্রেসলেট।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে সঙ্গে নিয়ে তিনি সালমানের জন্মদিন উদযাপনে যোগ দেন। সাধারণত বলিউডের পার্টিতে খুব দেখা না গেলেও এই জন্মদিনে হাজির ছিলেন টাবু। স্ত্রীকে সঙ্গে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হন রণদীপ হুদা। এছাড়া আদিত্য রায় কাপুর, রাকুল প্রীত সিং, হুমা কুরেশিসহ আরও অনেকে সালমানকে শুভেচ্ছা জানাতে ফার্মহাউসে হাজির ছিলেন।

১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেওয়া সালমান খান মুম্বাইতেই বেড়ে ওঠেন। তাঁর বাবা সেলিম খান হলেন হিন্দি সিনেমার দুনিয়ার প্রখ্যাত চিত্রনাট্যকার। বিভিন্ন সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, তার পরিবারই তার সবচেয়ে বড় ভরসা। যেকোনো বিতর্ক বা সংকটের সময় পরিবারই সবসময় তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সালমান খানের। পরের বছর ‘ম্যানে প্যায়ার কিয়া’ ছবিতে ‘প্রেম’ চরিত্রে তিনি বক্স অফিসে ঝড় তুলেন। এরপর ‘তেরে নাম’ ছবিটি আবার নতুন মোড় এনে দেয় তার ক্যারিয়ারে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। অভিনয় ও ব্যক্তিত্বের কারণে তিনি হয়ে উঠেছেন বলিউডের ‘ভাইজান’।

সূত্র: দ্য ওয়াল, নিউজ ১৮