শিরোনাম

ইয়ামির প্রশংসায় আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
ইয়ামির প্রশংসায় আলিয়া ভাট
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

সিনেমা হলে মুক্তির পর প্রত্যাশিত ব্যবসা করতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর ‘হক’ সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে ছবিতে ইয়ামি গৌতমের অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও ইয়ামির অভিনয়কে প্রশংসা করেছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ামির উদ্দেশে প্রশংসা করেন আলিয়া। তিনি লেখেন, ‘ইয়ামি, “হক”-এ তুমি নিখুঁত অভিনয় করেছ! এটি আমার দেখা সর্বকালের সেরা নারী অভিনয়গুলোর একটি। যেমনটা ফোনেও বলেছিলাম…আমি তোমার একজন ভক্ত, আর ভবিষ্যতে তোমার সব কাজ দেখার জন্য অধীর অপেক্ষায় আছি—যেগুলো আবারও আমাদের মুগ্ধ ও আনন্দিত করবে।’

আলিয়ার এই আন্তরিক বার্তার জাবাব দিয়েছেন ইয়ামি গৌতম। তিনি লেখেন, ‘একজন অসাধারণ অভিনেত্রী ও দুর্লভ মানুষই এমন উদার দৃষ্টিভঙ্গি রাখতে পারেন। আলিয়া, তোমার কাজ আর পেশাদারত্ব আমি সব সময়ই শ্রদ্ধার সঙ্গে দেখি। আজ সকালে আমাদের যে হৃদয়ছোঁয়া কথোপকথনটি হলো, সেটি সত্যিই মনে রাখার মতো। এমন আরও অনেক মুহূর্তের প্রত্যাশায় রইলাম। প্রতিদিন আমরা যেন একে অন্যের শক্তি হয়ে থাকি।’

সুপর্ণ এস. ভার্মা পরিচালিত ‘হক’ সিনেমায় ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি, বর্তিকা সিং, দানিশ হুসেন, শিবা চাড্ডা ও অসীম হাত্তাঙ্গাডি। ছবিটি প্রযোজনা করেছে জংলি পিকচার্স।

‘হক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২৫ সালের ৭ নভেম্বর এবং সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে।

‘হক’ সিনেমার গল্প ভারতের একটি ঐতিহাসিক আইনি লড়াই থেকে অনুপ্রাণিত। ১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্টে মোহাম্মদ আহমদ খান বনাম শাহ বানো বেগমের একটি মামলার রায় দেওয়া হয়। এই রায় ভারতের নারী অধিকার ও ভরণপোষণ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহ বানো বেগমের ন্যায়বিচার ও মর্যাদার জন্য তার সংগ্রামই ছবির মূল অনুপ্রেরণা। এই কারণে সমালোচকেরা মনে করেন, ‘হক’ শুধুমাত্র একটি সিনেমা নয়, সামাজিক ও ঐতিহাসিক দিক থেকেও এটি তাৎপর্যপূর্ণ একটি কাজ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/