শিরোনাম

মা হলেন অভিনেত্রী নাদিয়া

সিটিজেন-ডেস্ক­
মা হলেন অভিনেত্রী নাদিয়া
মা হলেন অভিনেত্রী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবি: সিটিজেন কোলাজ

বছরের প্রথম দিনেই জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্বামী সালমান আরাফাতের সঙ্গে তাদের সংসারে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে প্রথম সন্তানের আগমনের সুখবর জানান নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে পোস্টে উল্লেখ করেননি তিনি।

ছবির ক্যাপশনে নাদিয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’

bigStoryContent

এ সময় কন্যার নামও প্রকাশ করেন নাদিয়া। তিনি লেখেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

দেড় দশকের বেশি সময় ধরে বিনোদন জগতে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটক, বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওর পাশাপাশি তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া কলকাতার চলচ্চিত্র ‘সুনেত্রা সুন্দরম’-এও অভিনয় করেছেন তিনি।