শিরোনাম

শ্রীলঙ্কায় শুটিংয়ে সিয়াম, যোগ দিচ্ছেন সুস্মিতা

বিনোদন ডেস্ক
শ্রীলঙ্কায় শুটিংয়ে সিয়াম, যোগ দিচ্ছেন সুস্মিতা
অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে দেশের বাইরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৪ জানুয়ারি) রাতে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ের জন্য ‘রাক্ষস’ টিম শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে।

নির্মাতা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের চিত্রায়ন করা হবে।

গত মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়। প্রথম লুকেই সিয়াম আহমেদের ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। শ্রীলঙ্কার শুটিং শেষ হলে ইউনিট আবার ঢাকায় ফিরে আসবে। এরপর বাকি অংশের শুটিং ও পোস্ট–প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাক্ষস সিনেমার ফাস্ট লুকে অভিনেতা সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
রাক্ষস সিনেমার ফাস্ট লুকে অভিনেতা সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

এদিকে, ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির।

২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে ক্যারিয়ার শুরু করেন সুস্মিতা। এরপর তিনি ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’-এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন।

সম্প্রতি দুবাইতে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় গিয়ে শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমার বলিষ্ঠ গল্পের কারণেই তিনি এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, গল্পটি শুনে আমি মুগ্ধ হই। এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ আছে। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করা আমার জন্য বড় প্রাপ্তি।

অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেলে নির্মিত এই সিনেমায় উঠে আসবে এক ভিন্নধর্মী প্রেমের গল্প, যার পরিণতিতে সিয়াম আহমেদের চরিত্রটি এক পর্যায়ে ‘রাক্ষস’ হয়ে ওঠে।

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটিতে সিয়ামের পাশাপাশি আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজসহ একঝাঁক তারকা।

/জেএইচ/