শিরোনাম

তাদের সঙ্গে কখনোই আপস করবো না: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক
তাদের সঙ্গে কখনোই আপস করবো না: মিশা সওদাগর
অভিনেতা মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

আইপিএলের মিনি নিলামে দল পেয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় ফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, এমন দাবিতে কাটার মাস্টার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার হুমকি দেয় ভারতের কট্টরপন্থি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতা ও ধর্মীয় গুরুরা। তাদের বিরোধিতার মুখেই এমন সিদ্ধান্ত বিসিসিআই-এর। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটপ্রেমিদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

রবিবার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান।

মিশা সওদাগর বলেন, মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে।

তিনি বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করলো, তাদের ধিক্কার জানাই। মোস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সঙ্গে আমরা কখনোই আপস করবো না।’

তিনি আরও বলেন, ‘যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে। মোস্তাফিজকে স্টপ করা মানে শুধু আমাদেরকেই না, এটা বিশ্বব্যাপী বাজে রুচির পরিচয় বহন করলো।’

/জেএইচ/