ব্রেকিং
ফেল করেছেন কিম কার্দাশিয়ান

মার্কিন রিয়্যালিটি তারকা কিম কার্দাশিয়ান আবারও ক্যালিফোর্নিয়া বার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তবে এবারও তিনি হাল ছাড়েননি—নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, আইনজীবী হওয়ার লক্ষ্য থেকে তিনি পিছু হটছেন না।

গত ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হয় তার বার পরীক্ষা, যার ফল প্রকাশিত হয়েছে শুক্রবার (৭ নভেম্বর)। ফলাফলে আবারও ব্যর্থ হলেও কিম জানিয়েছেন, তিনি চেষ্টা চালিয়ে যাবেন যতদিন না সফল হন।

তিনি লিখেছেন, ‘এখনও আমি আইনজীবী নই, আমি শুধু টিভিতে সুসজ্জিত পোশাক পরা একজনের চরিত্রে অভিনয় করি।’

তবে হাল ছাড়ছেন না, এমনটা জানিয়ে কার্দাশিয়ান বলেন, ‘আইনের এই যাত্রায় ৬ বছর পার হয়েছে, আর তা সত্ত্বেও পরীক্ষা পাস না করা পর্যন্ত আমি আছি। কোনো শর্টকাট নেই, হাল ছাড়া নেই—শুধু পড়াশোনা এবং আরও বেশি দৃঢ় সংকল্প।’

সবশেষে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা এই যাত্রায় আমাকে সমর্থন ও সাহস যুগিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। ব্যর্থতা মানেই সাফল্যহীন নয়, এটা শক্তি। আমি পরীক্ষায় পাস করার খুব কাছাকাছি ছিলাম এবং এটাই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।চল এগিয়ে যাই!’

ছেলের পরিচালনায় মুক্তি পাচ্ছে কবরীর অসমাপ্ত সিনেমাছেলের পরিচালনায় মুক্তি পাচ্ছে কবরীর অসমাপ্ত সিনেমা

সম্প্রতি কিম জানিয়েছিলেন যে, ২০১৮ সালে যখন তিনি সান ফ্রান্সিসকোভিত্তিক একটি আইন সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনই আইন নিয়ে তাঁর আকাঙ্ক্ষার তৈরি হয়।

এর আগে ২০২১ সালে কিম জানান, অবশেষে তিনি প্রথম বর্ষের আইন পরীক্ষায় পাস করেছেন। সেই পরীক্ষায় পাস করতে তাঁর চারবার লেগেছে।

সূত্র: টিএমজেড