২৭ কেজি ওজন কমিয়ে গায়িকার চমক

২৭ কেজি ওজন কমিয়ে গায়িকার চমক
বিনোদন ডেস্ক

ভক্তদের চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মেগান ট্রেইনর। তবে নতুন কোনো গানে নয়, ২৭ কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গ্র্যামিজয়ী এ গায়িকা। এই পরিবর্তনের কারণে প্রথম দেখায় অনেকেই তাকে চিনতে পারেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান জানান, তিনি মোট ৬০ পাউন্ড বা প্রায় ২৭ কেজি ওজন কমিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) ৩২ বছরে পা দিয়েছেন মেগান। তবে তার এই স্বাস্থ্যযাত্রা শুরু হয়েছিল যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে।
ওই সময় মেগান অনুভব করেন, ‘যদি আমি সারা জীবন ট্যুর করতে চাই এবং আমার সন্তানদের বড় করতে চাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি শক্তিশালী হতে চাই।’
ওজন কমানোর পর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই গায়িকাকে মেগানকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওজন কমানোর জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। প্রথমবারের মতো আমি নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।’
এই নেতিবাচকতার মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। নতুন গান ‘স্টুপিড ডোন্ট কেয়ার’-এ নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান এবং তার স্বামী ড্যারিল সাবারা স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তারা একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করেছেন।
মেগান বলেন, ‘আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।’
বর্তমানে তিনি সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখেছেন। এছাড়া হজমের সমস্যা এড়াতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।
ওজন কমানোর পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মেগান। তিনি জানিয়েছেন, ‘আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এটা বলা নিয়ে কোনো লজ্জা নেই।’
প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ট্রেইনর। তাদের দুই সন্তান রয়েছে—রিলি (৪) ও ব্যারি (২)। স্বামী ও সন্তানদের সঙ্গে সুখেই জীবনযাপন করছেন এই মার্কিন সংগীত তারকা।

ভক্তদের চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মেগান ট্রেইনর। তবে নতুন কোনো গানে নয়, ২৭ কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গ্র্যামিজয়ী এ গায়িকা। এই পরিবর্তনের কারণে প্রথম দেখায় অনেকেই তাকে চিনতে পারেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান জানান, তিনি মোট ৬০ পাউন্ড বা প্রায় ২৭ কেজি ওজন কমিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) ৩২ বছরে পা দিয়েছেন মেগান। তবে তার এই স্বাস্থ্যযাত্রা শুরু হয়েছিল যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে।
ওই সময় মেগান অনুভব করেন, ‘যদি আমি সারা জীবন ট্যুর করতে চাই এবং আমার সন্তানদের বড় করতে চাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি শক্তিশালী হতে চাই।’
ওজন কমানোর পর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই গায়িকাকে মেগানকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওজন কমানোর জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। প্রথমবারের মতো আমি নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।’
এই নেতিবাচকতার মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। নতুন গান ‘স্টুপিড ডোন্ট কেয়ার’-এ নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান এবং তার স্বামী ড্যারিল সাবারা স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তারা একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করেছেন।
মেগান বলেন, ‘আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।’
বর্তমানে তিনি সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখেছেন। এছাড়া হজমের সমস্যা এড়াতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।
ওজন কমানোর পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মেগান। তিনি জানিয়েছেন, ‘আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এটা বলা নিয়ে কোনো লজ্জা নেই।’
প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ট্রেইনর। তাদের দুই সন্তান রয়েছে—রিলি (৪) ও ব্যারি (২)। স্বামী ও সন্তানদের সঙ্গে সুখেই জীবনযাপন করছেন এই মার্কিন সংগীত তারকা।

২৭ কেজি ওজন কমিয়ে গায়িকার চমক
বিনোদন ডেস্ক

ভক্তদের চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মেগান ট্রেইনর। তবে নতুন কোনো গানে নয়, ২৭ কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গ্র্যামিজয়ী এ গায়িকা। এই পরিবর্তনের কারণে প্রথম দেখায় অনেকেই তাকে চিনতে পারেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান জানান, তিনি মোট ৬০ পাউন্ড বা প্রায় ২৭ কেজি ওজন কমিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) ৩২ বছরে পা দিয়েছেন মেগান। তবে তার এই স্বাস্থ্যযাত্রা শুরু হয়েছিল যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে।
ওই সময় মেগান অনুভব করেন, ‘যদি আমি সারা জীবন ট্যুর করতে চাই এবং আমার সন্তানদের বড় করতে চাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি শক্তিশালী হতে চাই।’
ওজন কমানোর পর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই গায়িকাকে মেগানকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওজন কমানোর জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। প্রথমবারের মতো আমি নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।’
এই নেতিবাচকতার মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। নতুন গান ‘স্টুপিড ডোন্ট কেয়ার’-এ নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান এবং তার স্বামী ড্যারিল সাবারা স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তারা একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করেছেন।
মেগান বলেন, ‘আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।’
বর্তমানে তিনি সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখেছেন। এছাড়া হজমের সমস্যা এড়াতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।
ওজন কমানোর পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মেগান। তিনি জানিয়েছেন, ‘আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এটা বলা নিয়ে কোনো লজ্জা নেই।’
প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ট্রেইনর। তাদের দুই সন্তান রয়েছে—রিলি (৪) ও ব্যারি (২)। স্বামী ও সন্তানদের সঙ্গে সুখেই জীবনযাপন করছেন এই মার্কিন সংগীত তারকা।




