শিরোনাম

যে কারণে অভিনয় ছেড়েছেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক
যে কারণে অভিনয় ছেড়েছেন প্রসূন আজাদ
অভিনেত্রী প্রসূন আজাদ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে ছিলেন এক সময়ের জনপ্রিয় লাক্স তারকা প্রসূন আজাদ। ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে তিনি অভিনয়ের জগতে পা রাখেন। এরপর নাটক ও চলচ্চিত্রে বেশ কিছু কাজ করলেও হঠাৎ করেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন।

তবে অভিনয়ে অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অভিনেত্রী। সেখানে তিনি ভক্তদের মাঝে বিভিন্ন অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই অনুরাগীরা তাকে কাজে ফেরার অনুরোধ জানাচ্ছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেছিলেন—কেন তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন?

সেই প্রশ্নের উত্তরেই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রসূন আজাদ। ভক্তের প্রশ্নের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয় একটি ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত খুবই কম। তার ওপর এককালীন টাকা পাওয়া যায়, অথচ এটিই আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ১০-১৫ বছর আগে ১৫ দিন পরপর পার্লারে আমার খরচ হতো সাত-আট হাজার টাকা। শুধু কাপড় আয়রন করতেই খরচ পড়ত পাঁচ-ছয় হাজার। দামি কাপড়ের শখ, নিয়মিত খাওয়া আর জিমের খরচ—সব মিলিয়ে ব্যয় ছিল অনেক।‘

প্রসূন লেখেন, ‘আমি চেয়েছিলাম কিছুদিন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে। অস্বাভাবিক জীবন যাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছিলাম। সুপারস্টারের জীবনযাপন বজায় রেখে পাশাপাশি একজন মধ্যবিত্ত মানুষের বউ হওয়ার জন্য নিজেকে কতটা প্রস্তুত করা দরকার, সেটাও ভাবাচ্ছিল। এরপর তো গৃহিণী হওয়ার একটা শখও ছিল—এখনো আছে। এত কষ্ট করে বাইরে কাজ করলে গৃহিণী হওয়া যায় না।’

সর্বশেষে অভিনেত্রী লেখেন, ‘আবার মোটা হয়ে গিয়েছিলাম। সেটাও একরকম সমস্যা ছিল। লজ্জা-সংকোচ বেড়ে যায়। কেউ বেশি সময় তাকিয়ে থাকলে বিরক্ত লাগে। তাই মনে হলো, এখন অভিনয়ের সময় নয়।’

উল্লেখ্য, প্রসূন আজাদ ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন।

/জেএইচ/