শিরোনাম

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

বিনোদন জার্নাল
বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?
অভিনেত্রী মায়মুনা মম। ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় মুখ মায়মুনা মম। পূর্বঘোষণা ছাড়াই বিয়ে সেরে ফেললেন এই অভিনেত্রী। পাত্র নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে যখন শহরের যান্ত্রিকতায় ব্যস্ত, ঠিক তখনই একান্ত ঘরোয়া আয়োজনে চার হাত এক হলো তাদের। সহকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা মিলল নবদম্পতির ভালোবাসাময় মুহূর্ত, আর তাতেই ভেসে এলো অজস্র শুভেচ্ছা বার্তা।

বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে নানাবিধ প্রশ্ন, তাদের প্রেম হলো কখন? সদ্য বিবাহিতা মম শোনালেন তাদের মিষ্টি প্রেমের গল্প। লাজুক হেসে বললেন, ‘আমাদের বিয়েটা আসলে কিঞ্চিৎ প্রেম আর কিঞ্চিৎ পারিবারিক।’

অভিনেত্রী জানান, গল্পের শুরুটা হয়েছিল ভার্চুয়ালি। ফেসবুকে সাধারণ ‘হাই-হ্যালো’ দিয়েই পরিচয়ের সূত্রপাত। কিন্তু সেই পরিচয় পরিণয়ে রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। একদিন কফি শপে দেখা করলেন দুজনে। আর সেই এক দেখাতেই জীবনের মোড় ঘুরে গেল। কফির ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই রাফায়েল সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসেন।

পাত্র নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও অভিনেত্রী মায়মুনা মম
পাত্র নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও অভিনেত্রী মায়মুনা মম

মম বলেন, ‘ও যেদিন প্রপোজ করল, আমি সোজা বলেছিলাম—আমার বাসায় কথা বলো। ও দেরি করেনি। বাসায় কথা বলল, আর সেই কথা বলতে বলতেই আজ আমরা এক হলাম।’

মাত্র এক সপ্তাহের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। তাই খুব একটা ধুমধাম করার সুযোগ মেলেনি। তবে মম আশ্বস্ত করলেন, খুব শিগগিরই বড় পরিসরে রিসিপশনের আয়োজন করবেন, যেখানে প্রিয়জনদের নিয়ে আনন্দ করবেন মনভরে।

নতুন জীবনে কে বেশি রোমান্টিক? এমন প্রশ্নে মমর কণ্ঠে মুগ্ধতা। বললেন, ‘বিয়ের পর থেকে যা দেখছি, মনে হচ্ছে ওই (রাফায়েল) বেশি রোমান্টিক।’

আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা নেই এই নবদম্পতির। হাতে জমে আছে একগুচ্ছ নাটকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মম জানালেন, আগে কাজ, তারপর ছুটি। তিনি বলেন, ‘হাতে অনেক কাজ। এগুলো শেষ করেই আমরা হানিমুনের প্ল্যান করব।’

মম নাটকের পরিচিত মুখ। এছাড়া সিনেমাতেও দেখা গেছে তাকে। অন্যদিকে রাফায়েল আহসান নয়-ছয় নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। যেটি ২০১৫ সালের শেষ দিকে মুক্তি পায়। নেটফ্লিক্সের এক্সট্রাকশন সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।