আমার বয়স তো বেশি না, তবুও এমন কেন হয়: সাদিয়া

আমার বয়স তো বেশি না, তবুও এমন কেন হয়: সাদিয়া
সিটিজেন ভিডিও ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৪: ১৫

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিওস জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’
আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’
ওই পোস্টের কমেন্টে অভিনেত্রী আরও বলেন, ‘ওহ! পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশন ও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গিয়েছি।’
সাদিয়ার ওই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, আমার সাথেও ঘটে কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।’ আরেকজন বলেন, ‘পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।’
অনেকেই আবার অভিনেত্রীকে উপদেশও দিয়েছেন। সুলতানা ইসলাম নামে এক নেটিজেন লিখেছেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন অন্য কেউ আপনাকে নিয়ে কটুকথা বলুক বা সমালোচনা করুক সেটা শোনার সময়ও পাবেন না; আর খারাপ ও লাগবে না।
আরেক ফেসবুক ব্যবহারকারী বলেছেন, অনেক সময় মনটা ক্লান্ত হয়ে যায় তাই কোন কিছু পোস্ট করতে ইচ্ছে করে না। এটা একদম স্বাভাবিক। একটু বিরতি নিলেই আবার সব ঠিকঠাক লাগবে। তোমার মতো সবারই কখনো না কখনো এমন হয়।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিওস জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’
আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’
ওই পোস্টের কমেন্টে অভিনেত্রী আরও বলেন, ‘ওহ! পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশন ও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গিয়েছি।’
সাদিয়ার ওই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, আমার সাথেও ঘটে কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।’ আরেকজন বলেন, ‘পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।’
অনেকেই আবার অভিনেত্রীকে উপদেশও দিয়েছেন। সুলতানা ইসলাম নামে এক নেটিজেন লিখেছেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন অন্য কেউ আপনাকে নিয়ে কটুকথা বলুক বা সমালোচনা করুক সেটা শোনার সময়ও পাবেন না; আর খারাপ ও লাগবে না।
আরেক ফেসবুক ব্যবহারকারী বলেছেন, অনেক সময় মনটা ক্লান্ত হয়ে যায় তাই কোন কিছু পোস্ট করতে ইচ্ছে করে না। এটা একদম স্বাভাবিক। একটু বিরতি নিলেই আবার সব ঠিকঠাক লাগবে। তোমার মতো সবারই কখনো না কখনো এমন হয়।

আমার বয়স তো বেশি না, তবুও এমন কেন হয়: সাদিয়া
সিটিজেন ভিডিও ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৪: ১৫

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান জানান, আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার অনেক গুলো সুন্দর সুন্দর ছবি, ভিডিওস জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পোস্ট করবো করবো করে করাই হলো না! এখন আর ইচ্ছাও করছে না সেগুলো পোস্ট করতে।’
আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা ছবি কিংবা ভিডিওর পেছনে কত এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, এরপর গান সিলেক্ট করা! এখন এগুলো অনেক প্রেসার লাগে। নাহ আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?’
ওই পোস্টের কমেন্টে অভিনেত্রী আরও বলেন, ‘ওহ! পোস্টের সাথে আবার রিলেটেবল ক্যাপশন ও ভাবতে হয়। এটার কথা বলতে তো ভুলেই গিয়েছি।’
সাদিয়ার ওই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, আমার সাথেও ঘটে কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।’ আরেকজন বলেন, ‘পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।’
অনেকেই আবার অভিনেত্রীকে উপদেশও দিয়েছেন। সুলতানা ইসলাম নামে এক নেটিজেন লিখেছেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন অন্য কেউ আপনাকে নিয়ে কটুকথা বলুক বা সমালোচনা করুক সেটা শোনার সময়ও পাবেন না; আর খারাপ ও লাগবে না।
আরেক ফেসবুক ব্যবহারকারী বলেছেন, অনেক সময় মনটা ক্লান্ত হয়ে যায় তাই কোন কিছু পোস্ট করতে ইচ্ছে করে না। এটা একদম স্বাভাবিক। একটু বিরতি নিলেই আবার সব ঠিকঠাক লাগবে। তোমার মতো সবারই কখনো না কখনো এমন হয়।