ব্রেকিং
সম্পর্কে জটিলতা এড়াতে যেসব ভুল করবেন না
ফাইল ছবি

সম্পর্ক সময়ের সঙ্গে দৃঢ় হয় ঠিকই, তবে তা সবসময় হাসি-খুশিতে ভরা থাকে না। নানা পরিস্থিতিতে ছোট-বড় মনোমালিন্য তৈরি হওয়াই স্বাভাবিক। তবে অনেক সময় আমাদের কিছু অভ্যাস সম্পর্ককে অযথা জটিল করে তোলে। অজান্তেই ঘটে যাওয়া এসব ভুল সম্পর্কে সতর্ক থাকাই ভালো।

যোগাযোগ কমে যাওয়া

সম্পর্কের শুরুতে ঘনঘন কথা বলা হলেও সময়ের সঙ্গে ব্যস্ততা বাড়ে এবং যোগাযোগের পরিমাণ কমে যায়। কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বের মুহূর্তে হঠাৎ অনুভূতি প্রকাশ করার প্রবণতা সম্পর্ককে আরও নাজুক করে তুলতে পারে।

সংক্ষিপ্ত ও অনুজ্জ্বল উত্তর

সঙ্গী যদি অভিমানে কিংবা প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি দীর্ঘ বার্তা পাঠান, আর আপনি শুধু ‘হুম’ বা ‘ওকে’ লিখে উত্তর দেন তাহলে ভুল বার্তা পৌঁছে যায়। এতে সঙ্গী অবহেলিত বোধ করতে পারেন।

সঙ্গীর কথা শুনতে না চাওয়া

আলোচনায় বসলে অনেকেই নিজের কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু সঙ্গীর কথা শোনেন না। তার অনুভূতি প্রকাশের সুযোগ দিন এটাই সুস্থ যোগাযোগের ভিত্তি।

পুরোনো বিষয় টেনে আনা

ঝগড়া-বিবাদ সম্পর্কের অংশ হলেও এতে অতীতের সমস্যা টেনে আনা উচিত নয়। এতে পরিস্থিতি আরও খারাপ হয় এবং বর্তমানে থাকা সমস্যাটিও সমাধানহীন থেকে যায়।

অনুভূতি প্রকাশ না করা

অনেকেই ভাবেন সঙ্গী নিজে থেকেই সব বুঝে নেবেন। কিন্তু নিজের অনুভূতি না জানালে ভুলবোঝাবুঝি বাড়ে, অভিমান জমে যায় এবং দূরত্ব তৈরি হয়।

সবসময় জিততে চাওয়া

প্রতিটি ঝগড়ায় নিজের কথাই সঠিক এমন ধারণা সম্পর্কের জন্য ক্ষতিকর। কখনও হার মানা এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরও কোমল ও স্থিতিশীল করে।