শিরোনাম

জাপানে শক্তিশালী ভূমিকম্প

সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক
জাপানে শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পের ফলে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এ ঘটনায় সুনামির কোনও আশঙ্কা নেই বলে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির মূল কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে। কম্পনের পর আরও কয়েকটি উল্লেখযোগ্য আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর অবস্থান রয়েছে। যা জাপানের চুগোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালনা করেন। কোম্পানির এক মুখপাত্র বলেছেন, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনও প্রভাব পড়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটিতে কোনও ধরনের অনিয়ম বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাব নিয়ে ওয়েস্ট জাপান রেলওয়ে জানিয়েছেন, শিন-ওসাকা থেকে হাকাতা পর্যন্ত শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরের ‌‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি।

প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যাদের বেশিরভাগই কম মাত্রার।

/জেএইচ/