শিরোনাম

ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছি: ট্রাম্প

সিটিজেন-ডেস্ক­
ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছি: ট্রাম্প
ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: সংগৃহীত

ইরানকে ‘নজরে রাখতে’ দেশটির উদ্দেশে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে বলে জানান মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটি আর্মাদা (যুদ্ধজাহাজের বড় বহর) ইরানের উদ্দেশে পাঠিয়েছি। যদি প্রয়োজন পড়ে…মানে আমি বলছি না যে কোনো কিছু ঘটতে যাচ্ছে, হয়তো এই বহর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তবে আমরা তাদের (ইরান) নিবিড় নজরদারির মধ্যে রাখছি।’

ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, যুদ্ধবিমান বহনকারী রণতরি ইউএসএস আব্রাহামসহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশে রওনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব যুদ্ধজাহাজ ইরানের উপকূলের আশপাশে অবস্থান নেবে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। সম্ভাব্য এসব হামলা প্রতিহত করতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুদ্ধজাহাজের এই বহরে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। পাশাপাশি বহরে রয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক।

মার্কিন কর্মকর্তারা জানান, গত সপ্তাহেই এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে এই যুদ্ধজাহাজ বহর ইরানের উদ্দেশে রওনা হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/