শিরোনাম

৭ দেশে সাবেক ভূমিমন্ত্রীর আরও ৩২৮ অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান

নিজস্ব প্রতিবেদক
৭ দেশে সাবেক ভূমিমন্ত্রীর আরও ৩২৮ অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানাধীন মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশনা চেয়ে আদালতে সাতটি আবেদন করেন। এসব আবেদনের শুনানি শেষে আদালত যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, দুবাই ও কম্বোডিয়ায় থাকা এসব সম্পদ ক্রোকের আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ৪০টি, মালয়েশিয়ায় ৪৭টি, থাইল্যান্ডে ২৩টি, ভিয়েতনামে ৩৩টি, ভারতের বিভিন্ন রাজ্যে ৯টি, দুবাইয়ে ৫৯টি এবং কম্বোডিয়ায় ১১৭টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সাবেক এই মন্ত্রীর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা মোট ৫৮০টি বাড়ি ক্রোকের আদেশ দেওয়া হয়েছিল।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন করে দখলে রেখেছেন এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জন করেছেন। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন দুর্নীতির অভিযোগে ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। তাঁর দুর্নীতি ও অর্থ পাচারের ব্যাপক অনুসন্ধান কার্যক্রম চলছে। মামলাগুলোরও তদন্ত কার্যক্রম চলছে।

সাইফুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগের অনুসন্ধান চলাকালে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়ির প্রতিবেশী ওসমান তালুকদারের বাড়ি থেকে বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়। এসব দলিলপত্রে দেখা যায়, সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্টদের দেশের বাইরে মোট ৩২৮টি সম্পদ রয়েছে। রাষ্ট্রীয় স্বার্থে এসব সম্পদ দেশে ফিরিয়ে আনা জরুরি। এজন্য সেগুলো ক্রোকের নির্দেশ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত সম্পদ ক্রোকের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আদালতের এই আদেশ বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন।

/জেএইচ/