শিরোনাম

গণভোট প্রচারণা বিএনপির দায়িত্ব নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
গণভোট প্রচারণা বিএনপির দায়িত্ব নয়: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল (ছবি: সংগৃহীত)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়। তার ভাষায়, ‘গণভোটে ভোট দেওয়া জনগণের দায়িত্ব। তারা হ্যাঁ বা না– যেটা ঠিক করবেন, সেটাই হবে।’

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ফখরুল বলেন, ‘আমি নিজে আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। এখন রাজনীতি করি। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে– এতে আমরা মনে করি দেশকেই অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখা উচিত।’

ভারতের সঙ্গে পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই উত্তরাঞ্চল সফরে আসবেন এবং রংপুরে গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাইদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন।

নির্বাচন পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, ‘এখন বলা হচ্ছে পরিবেশ সুষ্ঠু। প্রকৃত চিত্র বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো আমাদের সন্তুষ্ট করতে পারেনি। তবে আমরা আশাবাদী, নির্বাচনের আগেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

/এসএ/