হাসিনার চেয়েও খারাপ নির্বাচনের উদ্যোগ নিয়েছে ইসি: হাসনাত কাইয়ুম

হাসিনার চেয়েও খারাপ নির্বাচনের উদ্যোগ নিয়েছে ইসি: হাসনাত কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেছেন, ‘যে ধরনের নির্বাচনের জন্য হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে, তার চেয়ে খারাপ নির্বাচন করার উদ্যোগ নিয়েছে এই নির্বাচন কমিশন।’
রবিববার (১১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন উল্লেখ করে হাসনাত কাইয়ুম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের সময়ের আইনে চলছে। এর সংস্কার না হলে বাংলাদেশের সংস্কারের কোনো অর্থ থাকে না। কিন্তু কমিশন একটিও সংস্কার প্রস্তাব গ্রহন করেনি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সংস্কারের জন্য একটি সংস্কার কমিশন করা হয়েছিল। সংস্কার কমিশনের চেয়ারম্যান পথে-ঘাটে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, যে আমরা যেটা বলেছি সেটা করে না। তারপরও আমরা চেয়েছি বিতর্কিত নির্বাচন না হোক।’ বর্তমান সরকারের আমলে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও সরকার স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না বলে উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষনার আগে নির্বাচন কমিশন স্মারক লিপি দিয়েছি। সরকারের কাছে গিয়েছি। কিন্তু এখন তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’
অনুষ্ঠানে এসময় গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট উৎপল বিশ্বাস, খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেছেন, ‘যে ধরনের নির্বাচনের জন্য হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে, তার চেয়ে খারাপ নির্বাচন করার উদ্যোগ নিয়েছে এই নির্বাচন কমিশন।’
রবিববার (১১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন উল্লেখ করে হাসনাত কাইয়ুম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের সময়ের আইনে চলছে। এর সংস্কার না হলে বাংলাদেশের সংস্কারের কোনো অর্থ থাকে না। কিন্তু কমিশন একটিও সংস্কার প্রস্তাব গ্রহন করেনি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সংস্কারের জন্য একটি সংস্কার কমিশন করা হয়েছিল। সংস্কার কমিশনের চেয়ারম্যান পথে-ঘাটে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, যে আমরা যেটা বলেছি সেটা করে না। তারপরও আমরা চেয়েছি বিতর্কিত নির্বাচন না হোক।’ বর্তমান সরকারের আমলে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও সরকার স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না বলে উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষনার আগে নির্বাচন কমিশন স্মারক লিপি দিয়েছি। সরকারের কাছে গিয়েছি। কিন্তু এখন তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’
অনুষ্ঠানে এসময় গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট উৎপল বিশ্বাস, খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হাসিনার চেয়েও খারাপ নির্বাচনের উদ্যোগ নিয়েছে ইসি: হাসনাত কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেছেন, ‘যে ধরনের নির্বাচনের জন্য হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে, তার চেয়ে খারাপ নির্বাচন করার উদ্যোগ নিয়েছে এই নির্বাচন কমিশন।’
রবিববার (১১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন উল্লেখ করে হাসনাত কাইয়ুম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের সময়ের আইনে চলছে। এর সংস্কার না হলে বাংলাদেশের সংস্কারের কোনো অর্থ থাকে না। কিন্তু কমিশন একটিও সংস্কার প্রস্তাব গ্রহন করেনি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সংস্কারের জন্য একটি সংস্কার কমিশন করা হয়েছিল। সংস্কার কমিশনের চেয়ারম্যান পথে-ঘাটে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, যে আমরা যেটা বলেছি সেটা করে না। তারপরও আমরা চেয়েছি বিতর্কিত নির্বাচন না হোক।’ বর্তমান সরকারের আমলে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও সরকার স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না বলে উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষনার আগে নির্বাচন কমিশন স্মারক লিপি দিয়েছি। সরকারের কাছে গিয়েছি। কিন্তু এখন তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’
অনুষ্ঠানে এসময় গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট উৎপল বিশ্বাস, খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




