শিরোনাম

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে কাজ করার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে কাজ করার আহ্বান নাসীরুদ্দীন  পাটওয়ারীর
২২ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিপির নির্বাচনী যাত্রা কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী (ছবি: সিটিজেন জার্নাল)

নির্বাচনী মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শহীদদের দিকে তাকিয়ে হলেও আপনারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কাজ করুন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিপির নির্বাচনী যাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এ জন্য তিনি সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ১০ দলীয় জোটের সব শরিক দলই ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাচ্ছে।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, যারা বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় এবং যাদের তিনি ফ্যাসিবাদী শক্তি হিসেবে আখ্যা দেন, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি দ্রুত এ হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। বিচার না হলে একইভাবে দেশের বিভিন্ন স্থানে সহযোদ্ধাদের হারানোর আশঙ্কার কথাও বলেন তিনি।

বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই নিরাপদ থাকবে, ব্যবসায়ীরা চাঁদাবাজি থেকে মুক্ত থাকবে এবং দুর্নীতির অবসান ঘটবে। তিনি দলীয় টেন্ডারবাজি ও দুর্বৃত্তায়নের চক্র ভাঙার কথাও বলেন। পাশাপাশি দেশ থেকে অর্থ লুটপাটকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি বিদেশে অবস্থান করে ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রকারী বা খুনিকে আশ্রয় না দিতে। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই রায় বাস্তবায়ন করা হবে।

ঢাকা-৮ আসন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা দেখেছিলাম ঢাকা-৮ এ অনেক খুন হয়েছে। আমরা একটা হত্যাকান্ডের বিচার পাইনি। এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। ঢাকা-৮ এ আমরা নারীদের জন্য নিরাপদ আবাস্থল গড়তে চাই। সকলের জন্য সুন্দর নিরাপদ একটা ব্যবস্থা করতে চাই। আমরা সুন্দর একটি ঢাকা-৮ দেখতে চাই।’

নির্বাচনী যাত্রায় এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসএ/