শিরোনাম

এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ বিকালে

নিজস্ব প্রতিবেদক
এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ বিকালে
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকালে নির্বাচনী থিম সং প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে, জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে এই থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আজ বিকাল ৫টায় দলের নির্বাচনী থিম সংয়ের পাশাপাশি গণভোটের জন্য তৈরি আরও একটি থিম সং প্রকাশ করা হবে। তিনি এ আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই থিম সংয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরা হবে। কৃষক, শ্রমিক, ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে থিম সংটি নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।

/জেএইচ/