শিরোনাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ
রমনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর রমনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একাধিক পচা ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি উত্তপ্ত না করতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সবার মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে।’ ডিম নিক্ষেপকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে মুক্তি দিন।’

/এসএ/