শিরোনাম

আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় তারেক রহমান
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশের মঞ্চে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে হাজির হন তারেক রহমান। ছবি: সংগৃহীত

সিলেটের নির্বাচনী জনভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি নগরের চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসা মাঠের জনভাস্থলে পৌঁছান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।

সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

এর আগে, সকালে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শোনেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে নিজেও দিকনির্দেশনা দেন।

/এফসি/