শিরোনাম

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
আরাফাত রহমান কোকো। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে বিকেল ৪টার দিকে গুলশান কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করা হবে এবং কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

/জেএইচ/