শিরোনাম

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই: জামায়াত

সিটিজেন-ডেস্ক­
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই: জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই বলে মনে করে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়। সভায় সদস্যরা এমন মত দেন বলে দলটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। বক্তারা বলেন, দেশবাসী এখনো ওসমান হাদির বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না।

আরও বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে প্রশাসন কারো একদিকে ঝুঁকে পড়ছে- যা কিছুতেই কাম্য নয়। এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় এমন কথা বললেও নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কমিটির কার্যক্রম জোরদার করতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

/টিই/