শিরোনাম

ঢাকাকে বিদায় করে প্লে-অফ নিশ্চিত করলো রংপুর

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
ঢাকাকে বিদায় করে প্লে-অফ নিশ্চিত করলো রংপুর
নাহিদ রানা ১১ রানে নেন ৩ উইকেট (ছবি: রংপুর রাইডার্স)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো করলেও পরে ছন্দপতন হয় রংপুর রাইডার্সের। টানা চার ম্যাচ হারে তারা। চার ম্যাচ পর শনিবার জয়ে ফিরেছে লিটন দাসের দল। রংপুর রাইডার্স ১১ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে।

এই হারে নিশ্চিত হয়েছে রংপুরের প্লে-অফে খেলা। আর আসর থেকে বিদায় নিয়েছে ঢাকা। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে বিপিএলের চার প্লে-অফ দলই। বাকি তিন দল হলো রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

আগে ব্যাট করে রংপুর করে ৪ উইকেটে ১৮১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ইনিংস থামে ৭ উইকেটে ১৭০ রানে।

এদিন মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্স ভালো শুরু পায়। উদ্বোধনী জুটিতে আসে ১২৬ রান। ডাউড মালান ৪৯ বলে ৭৮ রান করে ফিরলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছক্কা। তবে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার তাওহীদ হৃদয়। তিনি ৪৬ বলে খেলেন ৬২ রানের ইনিংস। ৫ চার ও ৪ ছক্কা হৃদয়ের ইনিংসে।

কাইল মায়ার্স ১৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাতে রংপুরের দলীয় রানটা আরও বড় হয়। ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় রান ১০০ হওয়ার আগেই ৬ উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের ৩ চার ও ৫ ছক্কায় ৩০ বলে অপরাজিত ৫৮ রানে ভর করে হারের ব্যবধান কমায় ঢাকা। এছাড়া উসমান খান ৩১ ও মোহাম্মদ মিঠুন করেন ২৫ রান।

রংপুরের হয়ে নাহিদ রানা ৪ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন।

/টিই/