শিরোনাম

জাতীয় দলে খেলতে সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব বিসিবির

নিজস্ব প্রতিবেদক
জাতীয় দলে খেলতে সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব বিসিবির
সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তি প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সাকিবের বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘আমাদের বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছৈ যে সাকিব যদি অ্যাভেইলএবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেওয়ার জন্য বিবেচনা করবে।’

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতেও সাকিবকে সব রকমের সহায়তা করবে বিসিবি। এ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে প্রয়োজন অনুযায়ী।’

এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন মোট ২৭ ক্রিকেটার। এই বিষয়টিও নিশ্চিত করেছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারায় বাংলাদেশের পরবর্তী সিরিজ মার্চে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন।

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। সাকিবের বিরুদ্ধে বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় সাকিবকে। তবে সাকিব ফিরুক জাতীয় দলে এমন চাওয়া ছিল তার ভক্তদের।

পরে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। সাকিব এক পডকাস্টে বলেছিলেন, তিনি কোন ফরম্যাট থেকেই অবসর নেননি। দেশের মাটি থেকেই অবসরে যেতে চান।

/টিই/