শিরোনাম

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যা বললো ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে যা বললো ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ছবি: সংগৃহীত)

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ রাখেনি আইসিসি। ফলে ‘সি’ গ্রুপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশের অনুপস্থিতির ব্যাপারটিকে দুঃখজনক মুহূর্ত বলে মন্তব্য করেছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। ক্রিকেটকে সেরা রূপে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি দল ও খেলোয়াড়ের সঙ্গে সম্মানজনক ব্যবহার করার কথাও বলেছে সংগঠনটি।

শনিবার (২৪ জানুয়ারি) ডব্লিউসিএ'র সিইও টম মোফাতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একটি মূল্যবান ক্রিকেটিং জাতির অনুপস্থিতি আমাদের খেলাধুলার জন্য, বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের জন্য এক দুঃখজনক মুহূর্ত।...ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী থাকে, যখন প্রতিটি দল ও প্রতিটি খেলোয়াড়কে সম্মানের সঙ্গে ব্যবহার করা হয়, যথাযথ ও ধারাবাহিকভাবে সমর্থন দেয়া হয় এবং ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। সব অংশগ্রহণকারী যখন খেলাটির সাফল্যে প্রকৃত অবদানকারী হতে পারে, তখনই খেলাটি তার সেরা রূপে পৌঁছে।’

সংগঠনটি আরও যোগ করে, ‘সাম্প্রতিক সময়ে খেলাটির কিছু বিস্তৃত প্রবণতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছি। এর মধ্যে রয়েছে চুক্তি রক্ষা না করা, অধিকার ক্ষুণ্ন হওয়া এবং খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ পরামর্শের অভাব। এসবই মানুষের প্রতি এক ধরনের উদাসীন মনোভাবের প্রতিফলন, যা ক্রিকেটে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। একই সঙ্গে এটি বৈশ্বিক পর্যায়ে খেলাটির বিদ্যমান কাঠামোর গুরুতর সমস্যাগুলোকেও সামনে আনে। এসব সমস্যা যদি অব্যাহতভাবে উপেক্ষিত থাকে, তবে তা আস্থা, ঐক্য এবং শেষ পর্যন্ত আমাদের প্রিয় খেলাটির স্বাস্থ্য ও ভবিষ্যতকে দুর্বল করে দেবে।’

ক্রিকেট গংগঠকদের প্রতি ডব্লিউসিএর আহ্বান, তারা যেন বিভাজনের রীতি বর্জন করে সবাইকে ঐক্যবদ্ধ করার কাজ করেন।

/টিই/