শিরোনাম

৪৩ চার ৭ ছক্কায় একাই করলেন ৪০০ রান

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
৪৩ চার ৭ ছক্কায় একাই করলেন ৪০০ রান
ভারতের অনূর্ধ্ব-২৩ পর্যায়ের টুর্নামেন্টে অপরাজিত ৪০০ রান করেছেন এক ক্রিকেটার (প্রতীকী ছবি)

আধুনিক ক্রিকেটে লাল বলে দলীয় ৪০০ রান এখন খুব একটা দেখা যায় না। সেখানে একাই ৪০০ রান করলেন এক ক্রিকেটার। ৪৩ চার ও ৭ ছক্কার ঝড় তুলে অপরাজিত ৪০০ রান করে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন রাজান দীপ। তিনি খেলেন ৩৮৭ বল।

ভারতের অনূর্ধ্ব-২৩ পর্যায়ে চার দিনের প্রতিযোগিতা কর্নেল সিকে নাইডু ট্রফিতে ঝাড়খান্ডের হয়ে মেঘালয়ের বিপক্ষে শনিবার (২৪ জানুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনে এই কোয়াড্রপল সেঞ্চুরি করেন রাজান। এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের মাইলফলক ছুঁলেন তিনি।

একাই ৪০০ রান করেও ইতিহাসের অংশ হতে পারেননি রাজান দীপ। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখনও ইয়াশভার্ধান দালালের দখলে। ২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার হয়ে মুম্বাইয়ের বিপক্ষে তিনি খেলেছিলেন অপরাজিত ৪২৮ রানের ইনিংস।

রাজানের এমন ইনিংসে ঝাড়খান্ড ৫ উইকেটে ৭০০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

/টিই/