শিরোনাম

আয়ারল্যান্ডকে হারিয়ে চমক ইতালির

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
আয়ারল্যান্ডকে হারিয়ে চমক ইতালির
ইতালি হারিয়েছে আয়ারল্যান্ডকে (ছবি: ফেসবুক)

আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য শেষ ওভারে ইতালির দরকার ছিল ১৬ রান। তবে আইরিশ বোলার ব‍্যারি ম‍্যাককার্থিকে টানা ৩ ছক্কা মেরে তিন বল হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেন ইতালির ব্যাটসম্যান গ্র্যান্ট স্টুয়ার্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সোমবার (২৬ জানুয়ারি) আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে ইতালি।

পূর্ণ সদস্যভুক্ত কোনো আইসিসি দলের বিপক্ষে এটি ইতালির প্রথম জয়। অবশ্য গেল শুক্রবার ও রবিবার দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ আগেই ২–০ ব্যবধানে নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড।

দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার পল স্টার্লিং। তিনটি ছক্কা ও দুটি চারে ৪৫ রান করেন তিনি। মাঝের দিকে মার্ক অ্যাডায়ার ২৫ ও বেন ক্যালিটজ ২২ রান করেন। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে অলআউট হয় ১৫৪ রানে।

ইতালির বোলারদের মধ্যে ক্রিশান কালুগামাগে ৩ উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৫ উইকেট হারিয়ে ইতালির দলীয় স্কোর দাঁড়ায় ১০৮ রানে। ১১১ রানের সময় জিয়ান-পিয়েরো মেইড আউট হলে চাপে পড়ে ইতালি। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ২৩ বলে ৪৪ রান।

সপ্তম উইকেটে গ্র্যান্ট স্টুয়ার্ট ও মার্কাস ক্যাম্পোপিয়ানোর ৪৬ রানের জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্টুয়ার্ট।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই সিরিজটি ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। আয়ারল্যান্ড ৮ ফেব্রুয়ারি সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘বি’তে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

আর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা ইতালি ৯ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ ‘সি’ তে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

/টিই/