শিরোনাম

রংপুরের নতুন অধিনায়ক লিটন

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
রংপুরের নতুন অধিনায়ক লিটন
লিটন দাস। ছবি: সংগৃহীত

লিগপর্বের শেষ মুহূর্তে এসে রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান।

চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই তাদের জন্য প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।

যদিও আগের ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে লিটনের। তবে প্রথমবার রংপুর রাইডার্সের দায়িত্ব নিচ্ছেন তিনি। চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তিনি রংপুরের জার্সিতে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। যদিও গড় খুব বেশি নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড়ে এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।

অন্যদিকে, ৬ ইনিংসে ৩৩ বল খেলে মাত্র ৩০ রান করেছেন নুরুল হাসান সোহান। এজন্য তিনি সমালোচনার মুখে পড়েছেন। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোহান বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। এখানেই আমার পূর্ণ নিবেদন থাকবে। তারা যখন নিজে থেকে চেয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এটা (অধিনায়কত্ব) নেওয়া আমার দায়িত্ব। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

রংপুরের নতুন অধিনায়ক লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। আপনি যদি দেখেন এই মুহূর্তে একটা ম্যাচ জিতলেও আমরা সুপার ফোরে (প্লে অফ) কোয়ালিফাই করব। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপর ম্যাচ বাই ম্যাচ এগোলে ফাইনালে যেতে পারব। এমন না যে আমি যখন দায়িত্ব নিয়েছি যেখান থেকে ফেরার সুযোগ নেই! এখনও অনেক অপশন আছে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে সুযোগ আসবেই।’

সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন উল্লেখ করে লিটন বলেন, ‘সে আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’

/জেএইচ/