শিরোনাম

বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত: মেহেদী

নিজস্ব প্রতিবেদক
বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত: মেহেদী
অলরাউন্ডার মেহেদী হাসান (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ ট-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা সেটি জানা যাবে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে। ক্রিকেটারদের সঙ্গে বিকেলে বৈঠক করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই বৈঠকের পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বৈঠকে কী আলাপ হবে? জানতে চাইলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটা খেলোয়াড় যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।’

মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হিসেবে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএল ফাইনালে তার দল চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। তবে বিপিএল ফাইনালে আগে আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা।

মেহেদী এ নিয়ে আরও বলেন, ‘দেখেন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

/টিই/