শিরোনাম

‘ভারত একজনকে নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কীভাবে দেবে’

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
‘ভারত একজনকে নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কীভাবে দেবে’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল যাবে কিনা, সেই বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দেন ক্রিকেটারদের নিরাপত্তায় কোনো আপস নয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার নিয়ে আমরা লড়াই করে যাব।

সচিবালয়ে বৈঠকের পর বুলবুল বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম। খেলোয়াড়দের দেখার স্কোপ আমাদের আছে। কিন্তু খেলোয়াড়দের বাইরে যে একটি বড় জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিক, ক্রিকেট স্পনসররা আছেন, ক্রিকেট ভক্তরা আছেন-তারা খেলা দেখতে যাবেন। এ জন্য আমরা সরকারের পরামর্শ নিচ্ছি। কারণ, বিদেশ ভ্রমণে যাওয়ার সময় আমাদের সরকারের অর্ডার লাগে। সেই বিষয়ে আমরা জানতে এসেছিলাম।’

নিরাপত্তা ইস্যুর কথা বলে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বিদায় দেওয়া হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে।

বুলবুল আরও বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আদায়ে আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো আমরা এমন কথা বলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বলেছি। আশা করছি, আইসিসির কাছে আমাদের যুক্তি বুঝাতে পারবো। ভারত একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট টিম ও সংশ্লিষ্টদের কীভাবে তারা নিরাপত্তা দেবেন- সেই প্রশ্ন রয়ে গেছে।’

বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চাচ্ছে না। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত ছাড়াও আছে শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে।

শেষ পর্যন্ত যদি শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলা না দেওয়া হয়, বিসিবির ভূমিকা কী হবে জানতে চাইলে বুলবুল বলেন, ‘বিসিবি সেটাও বিবেচনা করবে। যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল, তখন পাকিস্তানে যায়নি ভারত, গত কয়েকটি বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারত যায়নি। আমরাও আশা করছি, একটি সঠিক জবাব পাবো।’

/টিই/