শিরোনাম

ভেন্যু বদল; শনিবার ঢাকায় আসছেন আইসিসি প্রতিনিধি

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
ভেন্যু বদল; শনিবার ঢাকায় আসছেন আইসিসি প্রতিনিধি
আইসিসি ও বিসিবি (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছেন আইসিসির একজন প্রতিনিধি। প্রথমে জানা গিয়েছিল, দুই সদস্যের প্রতিনিধি দল আসবে। তবে ভিসা জটিলতায় একজন আসতে পারছেন না।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তবর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্র এফগ্রেভ আসছেন। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে ছিলেন আইসিসির এই বিভাগের অপারেশন্স ম্যানেজার। ঢাকায় এসে বিসিবি কর্তাদের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করবেন আইসিসির এই প্রতিনিধি।

কদিন আগে আইসিসির সঙ্গে বিসিবির একটি ভিডিও কনফারেন্স হয়েছে। সেই সভা শেষে বিসিবি জানায়, ভারতেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুরোধ করা হয় আইসিসির পক্ষ থেকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের অবস্থান অনড় আছে।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা একটা মেইল দিয়েছি, উনারা উত্তর দিয়েছে, আমরা আবার মেইল দিয়েছি। তারপরে একটা জুম মিটিং হইছে। জুম মিটিংয়ের পরে এখন উনারা বলছে যে, সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু আপনারা তো জানেন যে, আমাদের স্ট্যান্ড একটাই। আমরা সেখান থেকে নড়ে যাইনি। আমরা অবশ্যই চাই খেলাটা হোক। ক্রিকেট চলমান থাকা উচিত। দেখা যাক, কালকে কী হয়।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সবকিছুর দেখভাল করছেন বলে জানালেন ইফতেখার।

/টিই/