শিরোনাম

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক
ইশতিয়াক সাদিক (ছবি: সংগৃহীত)

বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্ব থেকেও অব্যহতি নিয়েছেন তিনি। ঠিক কী কারণে পদত্যাগ করেছেন ইশতিয়াক, সে ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায়ও ইশতিয়াক উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ড। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এবার পদত্যাগ করলেন ইশতিয়াক।

সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা চলমানই রয়ে গেল।

/টিই/