শিরোনাম

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: বিসিবি

নিজস্ব প্রতিবেদক
আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: বিসিবি
বিসিবি লোগো ও ক্রীড়া উপদেষ্টা (সিটিজেন গ্রাফিক্স)

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসিকে দ্বিতীয় দফা ইমেইল করে বিসিবি। সেই ইমেইলে বাংলাদেশ আরও তথ্য যুক্ত করে জানিয়েছে, কেন ভারতে বাংলাদেশ দলের খেলা নিরাপদ নয়। বিসিবির অভিযোগ আমলে নিয়ে আইসিসির নিরাপত্তা দল তিনটি শঙ্কার কথা জানিয়েছে এমন তথ্য জানিয়ে সোমবার (১২ জানুয়ারি) বিকালে বক্তব্য দেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দেওয়া বক্তব্য আইসিসির জন্য আনুষ্ঠানিক কোনো জবাব নয়, বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসির আন্তঃবিভাগীয় আলোচনার অংশ বলে জানিয়েছে বিসিবি।

আসিফ নজরুলের বক্তব্যের কয়েক ঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বলা আইসিসি–সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।'

বোর্ড আরও জানায়, এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।

/টিই/