ক্রিকেটারদের নিরাপত্তায় কোনো আপস নয়: আসিফ নজরুল

ক্রিকেটারদের নিরাপত্তায় কোনো আপস নয়: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি এর উত্তর দিয়েছে। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা।
বৈঠক শেষে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, এবং দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরপত্তার বিনিময়ে, তাদের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না।’
আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই। এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেনো অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। ক্রীড়া উপদেষ্টা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পদক্ষেপ নেয়। নিরাপত্তা নিয়ে আইসিসিকে ভেন্যু বদলের আবেদন জানিয়ে চিঠি দেয়। আইসিসি যে বাংলাদেশের দাবি মেনে নেয়নি এমন গুঞ্জন ছিল।
বুধবার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসরাম বুলবুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বুলবুল বলেন, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’

নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি এর উত্তর দিয়েছে। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা।
বৈঠক শেষে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, এবং দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরপত্তার বিনিময়ে, তাদের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না।’
আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই। এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেনো অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। ক্রীড়া উপদেষ্টা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পদক্ষেপ নেয়। নিরাপত্তা নিয়ে আইসিসিকে ভেন্যু বদলের আবেদন জানিয়ে চিঠি দেয়। আইসিসি যে বাংলাদেশের দাবি মেনে নেয়নি এমন গুঞ্জন ছিল।
বুধবার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসরাম বুলবুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বুলবুল বলেন, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’

ক্রিকেটারদের নিরাপত্তায় কোনো আপস নয়: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি এর উত্তর দিয়েছে। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা।
বৈঠক শেষে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, এবং দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরপত্তার বিনিময়ে, তাদের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না।’
আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই। এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেনো অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। ক্রীড়া উপদেষ্টা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পদক্ষেপ নেয়। নিরাপত্তা নিয়ে আইসিসিকে ভেন্যু বদলের আবেদন জানিয়ে চিঠি দেয়। আইসিসি যে বাংলাদেশের দাবি মেনে নেয়নি এমন গুঞ্জন ছিল।
বুধবার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসরাম বুলবুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বুলবুল বলেন, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’




