শিরোনাম

সৌদিতে গোলের রেকর্ড রোনালদোর

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
সৌদিতে গোলের রেকর্ড রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদো (ছবি: সংগৃহীত)

‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়’ কয়েক বছর আগে নিজের রেকর্ড গড়ার অভ্যাস নিয়ে এ কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ কিংবদন্তি। ৪০ পেরিয়ে এখনো প্রতিনিয়ত রেকর্ড ভেঙে চলেছেন ‘সিআর সেভেন’। বুধবার রাতেও সৌদি প্রো লিগে আল নাসরের জয়ের পথে আরেকটি রেকর্ড ভেঙেছেন রোনালদো।

রোনালদো এখন আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর গোলসংখ্যা ১১৬। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আব্দেরাজ্জাক হামদল্লাহ, ২০১৮-২০২১ সালের মধ্যে ক্লাবটির হয়ে ১১৫ গোল করেন।

সব মিলিয়ে আল নাসরের সর্বোচ্চ গোলদাতা হতে আরও পথ পাড়ি দিয়ে হবে রোনালদোকে। এই তালিকায় বর্তমানে তৃতীয় রোনালদো। তার ওপরে থাকা দুজনই সৌদি আরবের। সবার ওপরে মাজেদ আবদুল্লাহ করেছেন ২৫৯ গোল এবং দ্বিতীয় মোহাম্মাদ আল–সাহলাওইর গোলসংখ্যা ১৩১টি।

সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ের পথে ম্যাচের ৫০ মিনিটে গোল করেন রোনালদো। এ গোলেই রেকর্ডটি গড়েন রোনালদো। ১১৬ গোল করতে রোনালদোর লেগেছে ১৩১ ম্যাচ। ম্যাচপ্রতি রোনালদোর গোল সংখ্যা ০.৮৯ করে।

সব মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদো মাঠে ছিলেন ১১ হাজার ৪৮৭ মিনিট। অর্থাৎ প্রতি ৯৯ মিনিটে একটি করে গোল করেছেন। গোলের পাশাপাশি রোনালদো আল নাসরের হয়ে ২২ অ্যাসিস্টও করেছেন।

ক্যারিয়ারে ১০০০ গোলকে পাখির চোখ করা রোনালদোর এটি ৯৬০তম গোল। অর্থাৎ জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে আছেন সিআরসেভেন।

২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত রোনালদো করেছেন ১৬ গোল। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতাও তিনি।

/টিই/