
স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখনই প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। স্প্যানিশ কোচ একই প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও।

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সবশেষ ম্যাচে জোড়া গোল করেন। তাতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা ৯৫৬। ৪০ বছর বয়সী রোনালদো আরও এক-দুই বছর মাঠে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন লিওনেল মেসি। যা বাংলাদেশি মূল্যে প্রায় ১ হাজার ৫৮৮ কোটি ৭১ লাখ ১০০ টাকা।

চলতি বছরে নিজের ৪০তম গোল করে ক্যারিয়ারে এক হাজার গোলের আরও কাছাকাছি পৌঁছেছেন তিনি। আল আখদুদের বিপক্ষে জোড়া গোলে ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ৯৫৬।