নাসরিন একাডেমির জালে ৮ গোল বিকেএসপির

নাসরিন একাডেমির জালে ৮ গোল বিকেএসপির
স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো মেয়েদের লিগে খেলতে এসে চমক উপহার দিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। সোমবার (২৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমিকে ৮-০ তে হারিয়েছে বিকেএসপি।
অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়ে ভরপুর থাকা নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় বিকেএসপি। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে গোল করেন আইরিন খাতুন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলমিনা। ৩৩ মিনিটে গোলকিপারকে কাটিয়ে নিজেও শট নিতে পারতেন প্রতিমা মুন্দা, কিন্তু তিনি পাস বাড়ান বাঁ দিকে থাকা অয়ন্ত বালাকে, জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
শীতের কারণে দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতি কমে। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান প্রতিমা। এরপর রিয়া দূরপাল্লার শটে এবং ৮৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাতেমা আক্তার গোল করেন। ফাতেমা পরে আরও এক গোল করেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে বেরিয়ে জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।

প্রথমবারের মতো মেয়েদের লিগে খেলতে এসে চমক উপহার দিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। সোমবার (২৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমিকে ৮-০ তে হারিয়েছে বিকেএসপি।
অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়ে ভরপুর থাকা নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় বিকেএসপি। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে গোল করেন আইরিন খাতুন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলমিনা। ৩৩ মিনিটে গোলকিপারকে কাটিয়ে নিজেও শট নিতে পারতেন প্রতিমা মুন্দা, কিন্তু তিনি পাস বাড়ান বাঁ দিকে থাকা অয়ন্ত বালাকে, জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
শীতের কারণে দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতি কমে। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান প্রতিমা। এরপর রিয়া দূরপাল্লার শটে এবং ৮৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাতেমা আক্তার গোল করেন। ফাতেমা পরে আরও এক গোল করেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে বেরিয়ে জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।

নাসরিন একাডেমির জালে ৮ গোল বিকেএসপির
স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো মেয়েদের লিগে খেলতে এসে চমক উপহার দিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। সোমবার (২৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমিকে ৮-০ তে হারিয়েছে বিকেএসপি।
অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়ে ভরপুর থাকা নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় বিকেএসপি। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে গোল করেন আইরিন খাতুন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলমিনা। ৩৩ মিনিটে গোলকিপারকে কাটিয়ে নিজেও শট নিতে পারতেন প্রতিমা মুন্দা, কিন্তু তিনি পাস বাড়ান বাঁ দিকে থাকা অয়ন্ত বালাকে, জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
শীতের কারণে দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতি কমে। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান প্রতিমা। এরপর রিয়া দূরপাল্লার শটে এবং ৮৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাতেমা আক্তার গোল করেন। ফাতেমা পরে আরও এক গোল করেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে বেরিয়ে জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।




