বিশ্বকাপের বছরে শুরু থেকেই বাংলাদেশ ফুটবলেও থাকবে ব্যস্ততা। নারী ও পুরুষ দুই দলই একসঙ্গে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড যাবে। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ নারী দল আবার ফুটসাল খেলবে।
অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়ে ভরপুর থাকা নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে।