২০২৬ সালে হামজা-ঋতুপর্ণাদের যত খেলা

২০২৬ সালে হামজা-ঋতুপর্ণাদের যত খেলা
স্পোর্টস ডেস্ক

২০২৬ সালে আছে ফুটবল বিশ্বকাপ আসর। বিশ্বকাপ ফুটবলে নেই বাংলাদেশ। তবে বিশ্বকাপের সময় এই দেশের মানুষ বারবার প্রমান করেছে তারা কতটা ফুটবল পাগল। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশিদের আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার কথা ছড়িয়েছে বিশ্বজুড়ে। এছাড়া ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ অন্য দেশের ফুটবল দলের ভক্তও আছে।
বিশ্বকাপের বছরে শুরু থেকেই বাংলাদেশ ফুটবলেও থাকবে ব্যস্ততা। নারী ও পুরুষ দুই দলই একসঙ্গে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড যাবে। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ নারী দল আবার ফুটসাল খেলবে।
১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ শুরু হবে। টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সুযোগ আছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও।
এপ্রিলে থাইল্যান্ডে রয়েছে এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের মূলপর্ব। যেখানে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে ফিফা অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
২০২৬ সালেও আছে নারী সাফ আসর। এ বছর আছে এশিয়ান গেমসও। গেমসে পুরুষ ফুটবল দল মূলত অ-২৩। ২৩ বছর বয়সের বেশি ৩ জন খেলতে পারেন মূলত। নারী ফুটবলে অবশ্য গেমসে সিনিয়র জাতীয় দলই খেলে।
৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে হামজা-জামালরা লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাই শেষে বাংলাদেশ পুরুষ ফুটবলের নির্ধারিত সূচি নেই। নারী সাফের মতো পুরুষ সাফও এ বছর হওয়ার কথা। যার সম্ভাব্য সূচি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে।
সিনিয়র দল ছাড়াও নারী এবং পুরুষ উভয় বয়সভিত্তিক দলের সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্ট আছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও চলবে নানা টুর্নামেন্ট। এক যুগ পর কোটি টাকার সুপার কাপ আবার আয়োজনের পরিকল্পনা বছরের শুরুতেই।

২০২৬ সালে আছে ফুটবল বিশ্বকাপ আসর। বিশ্বকাপ ফুটবলে নেই বাংলাদেশ। তবে বিশ্বকাপের সময় এই দেশের মানুষ বারবার প্রমান করেছে তারা কতটা ফুটবল পাগল। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশিদের আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার কথা ছড়িয়েছে বিশ্বজুড়ে। এছাড়া ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ অন্য দেশের ফুটবল দলের ভক্তও আছে।
বিশ্বকাপের বছরে শুরু থেকেই বাংলাদেশ ফুটবলেও থাকবে ব্যস্ততা। নারী ও পুরুষ দুই দলই একসঙ্গে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড যাবে। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ নারী দল আবার ফুটসাল খেলবে।
১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ শুরু হবে। টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সুযোগ আছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও।
এপ্রিলে থাইল্যান্ডে রয়েছে এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের মূলপর্ব। যেখানে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে ফিফা অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
২০২৬ সালেও আছে নারী সাফ আসর। এ বছর আছে এশিয়ান গেমসও। গেমসে পুরুষ ফুটবল দল মূলত অ-২৩। ২৩ বছর বয়সের বেশি ৩ জন খেলতে পারেন মূলত। নারী ফুটবলে অবশ্য গেমসে সিনিয়র জাতীয় দলই খেলে।
৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে হামজা-জামালরা লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাই শেষে বাংলাদেশ পুরুষ ফুটবলের নির্ধারিত সূচি নেই। নারী সাফের মতো পুরুষ সাফও এ বছর হওয়ার কথা। যার সম্ভাব্য সূচি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে।
সিনিয়র দল ছাড়াও নারী এবং পুরুষ উভয় বয়সভিত্তিক দলের সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্ট আছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও চলবে নানা টুর্নামেন্ট। এক যুগ পর কোটি টাকার সুপার কাপ আবার আয়োজনের পরিকল্পনা বছরের শুরুতেই।

২০২৬ সালে হামজা-ঋতুপর্ণাদের যত খেলা
স্পোর্টস ডেস্ক

২০২৬ সালে আছে ফুটবল বিশ্বকাপ আসর। বিশ্বকাপ ফুটবলে নেই বাংলাদেশ। তবে বিশ্বকাপের সময় এই দেশের মানুষ বারবার প্রমান করেছে তারা কতটা ফুটবল পাগল। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশিদের আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার কথা ছড়িয়েছে বিশ্বজুড়ে। এছাড়া ব্রাজিল, জার্মানি, পর্তুগালসহ অন্য দেশের ফুটবল দলের ভক্তও আছে।
বিশ্বকাপের বছরে শুরু থেকেই বাংলাদেশ ফুটবলেও থাকবে ব্যস্ততা। নারী ও পুরুষ দুই দলই একসঙ্গে সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড যাবে। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ নারী দল আবার ফুটসাল খেলবে।
১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ শুরু হবে। টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সুযোগ আছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও।
এপ্রিলে থাইল্যান্ডে রয়েছে এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের মূলপর্ব। যেখানে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে ফিফা অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
২০২৬ সালেও আছে নারী সাফ আসর। এ বছর আছে এশিয়ান গেমসও। গেমসে পুরুষ ফুটবল দল মূলত অ-২৩। ২৩ বছর বয়সের বেশি ৩ জন খেলতে পারেন মূলত। নারী ফুটবলে অবশ্য গেমসে সিনিয়র জাতীয় দলই খেলে।
৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে হামজা-জামালরা লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাই শেষে বাংলাদেশ পুরুষ ফুটবলের নির্ধারিত সূচি নেই। নারী সাফের মতো পুরুষ সাফও এ বছর হওয়ার কথা। যার সম্ভাব্য সূচি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে।
সিনিয়র দল ছাড়াও নারী এবং পুরুষ উভয় বয়সভিত্তিক দলের সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্ট আছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও চলবে নানা টুর্নামেন্ট। এক যুগ পর কোটি টাকার সুপার কাপ আবার আয়োজনের পরিকল্পনা বছরের শুরুতেই।




