ব্রেকিং
যে কারণে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা
মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর চূড়ান্ত নিলামে আছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে আইপিএল-এ বাংলাদেশিদের দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকার কারণে আইপিএলে সুযোগ পেলেও মোস্তাফিজ-রিশাদদের অংশগ্রহণ সীমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে খেলোয়াড়রা আইপিএল-এ দল পেলে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার আবুধাবিতে নিলাম পূর্ব সভায় বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হালনাগাদ তথ্য জানানোর কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আইপিএলে বেশির ভাগ সময়ের জন্যই খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে।

নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- মোস্তাফিজুর রহমান (ভিত্তিমূল্য ২ কোটি রুপি), রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরিফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)।

২০২৬ আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে।