শিরোনাম

গ্র্যান্ড স্লামে নতুন ইতিহাস জোকোভিচের

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
গ্র্যান্ড স্লামে নতুন ইতিহাস জোকোভিচের
নোভাক জোকোভিচ (ছবি: সংগৃহীত)

প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন নোভাক জোকোভিচ। শনিবার (২৪ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে এই কীর্তি গড়েন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।

রড লেভার এরেনায় ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) গেমে হারান জোকোভিচ। দুই ঘণ্টা ৪৪ মিনিটে ম্যাচ শেষ করেন তিনি। প্রথম দুই সেটে সহজ জয় পান জোকোভিচ। তৃতীয় সেটে খানিকটা ঘাম ছুটেছে তার। টাইব্রেকার পর্যন্ত গড়ানো সেটটি প্রতিপক্ষের আনফোর্সড এররে জিতেছেন।

এই জয়ে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলোতে পৌঁছেছেন। ৩৮ বছর বয়সী এই তারকা এবারের অস্ট্রেলিয়ান ওপেনে টিকে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন পরের রাউন্ডে খেলবেন ইয়াকুব মেনসিক ও ইথান কুইনের মধ্যে ম্যাচ জয়ীর বিপক্ষে।