
গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের আট দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার নিন্দা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকস। রবিবার (১৮ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ইউরোপ কখনো জিম্মি হবে না।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

ভেনেজুয়েলার পর এবার ডেনমার্কের অধিভুক্ত গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে হুমকি দেওয়া বন্ধ করতে ট্রাম্পকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।