চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশের লিয়াংশান পাহাড়ে গেলে চোখে পড়বে কালো, লাল আর হলুদের এক অনন্য নীরব ভাষা। কাঠের পাত্রে আঁকা এই রঙিন নকশাগুলো শুধু শৈল্পিক সৌন্দর্যের নিদর্শন নয়, এগুলো বহন করে ই জাতির হাজার বছরের ইতিহাস, বিশ্বাস আর জীবনচর্চা।