শিরোনাম

বাগেরহাটে ছাত্রলীগের কারাবন্দী নেতার স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ছাত্রলীগের কারাবন্দী নেতার স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার
মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনার পর বাড়িতে ভিড় করে স্থানীয় লোকজন ছবি: সংগৃহীত

বাগেরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। বাড়ির মেঝে থেকে ৯ মাস বয়সের ছেলে নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

ছাত্রলীগ নেতার মারা যাওয়া স্ত্রীর নাম কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২)। তিনি জেলা জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে। সাদ্দাম বাগেরহাটে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। পাঁচ বছর আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সঙ্গে তাঁর বিয়ে হয়। নাজিম ছিল এই দম্পতির একমাত্র সন্তান। ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে রয়েছেন। সুবর্ণা স্বর্ণালী ও তাঁর ছেলে নাজিম হোসেনের লাশ বাগেরহাট ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বর্ণালীর পরিবারের সদস্যদের দাবি, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। এই টানাপোড়নের কারণে হতাশ হয়ে পড়েন জুয়েলের স্ত্রী। সবশেষ ৯ মাসের সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন তিনি। সর্বশেষ শুক্রবার দুপুরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এসময় শিশু নাজিমের মরদেহ পাশেই পড়েছিল ।

নিহতের ভাই শুভ হালদার বলেন, ‘আমার বোনের জামাই থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। হাসিনার পতনের পর থেকে সে কারাগারে। জামিন হওয়ার কথা ছিল, তা হয়নি। এ নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করি। কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।’

বাগেরহাট সদর থানার ওসি মো. মাসুম খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ছেলে নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/বিবি/