ব্রেকিং
কালো পলিথিনে মোড়ানো ছিল চারটি বিদেশি পিস্তল
উদ্ধারকৃত পিস্তল ও গুলি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলির ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

অভিযানের সময় দুজন মোটরসাইকেল আরোহীকে থামার জন্য বলা হলে তারা দ্রুত গতিতে পালিয়ে যায়। পালানোর সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। এই বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।