চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বিমানবাহিনীর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সিটিজেন জার্নালকে বলেন, র্যাব–৭ এর একটি দল বিকেল চারটার দিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালান। সেখানে দুর্বৃত্তদের গুলিতে র্যাবের ডিএডিসহ চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডিকে মৃত ঘোষণা করেন। অন্যারা চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর সেখানে জেলা পুলিশ ও র্যাব ফোর্স বাড়িয়ে অভিযান চালাচ্ছে। অভিযান শেষ হলে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানা যাবে বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বিমানবাহিনীর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সিটিজেন জার্নালকে বলেন, র্যাব–৭ এর একটি দল বিকেল চারটার দিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালান। সেখানে দুর্বৃত্তদের গুলিতে র্যাবের ডিএডিসহ চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডিকে মৃত ঘোষণা করেন। অন্যারা চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর সেখানে জেলা পুলিশ ও র্যাব ফোর্স বাড়িয়ে অভিযান চালাচ্ছে। অভিযান শেষ হলে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানা যাবে বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক।

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বিমানবাহিনীর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সিটিজেন জার্নালকে বলেন, র্যাব–৭ এর একটি দল বিকেল চারটার দিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালান। সেখানে দুর্বৃত্তদের গুলিতে র্যাবের ডিএডিসহ চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডিকে মৃত ঘোষণা করেন। অন্যারা চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর সেখানে জেলা পুলিশ ও র্যাব ফোর্স বাড়িয়ে অভিযান চালাচ্ছে। অভিযান শেষ হলে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে জানা যাবে বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক।




