শিরোনাম

রেলপথ ও নদী শাসনে মধ্যপাড়ার পাথর ব্যবহারের নির্দেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
রেলপথ ও নদী শাসনে মধ্যপাড়ার পাথর ব্যবহারের নির্দেশ
খনি পরিদর্শন করেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্যরা। ছবি: সংবাদদাতা

রেলপথ ও নদী শাসনে মধ্যপাড়া খনির পাথর ব্যবহারের নির্দেশ দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এসময় রেলের ডিজিকে রেলওয়েতে পাথরের ব্যবহার বাড়াতে নির্দেশ দেন। দ্রুত মধ্যপাড়া-ভবানীপুর রেলপথ সংস্কারেরও তাগিদ দেন। এছাড়া, নদী শাসন কাজে বোল্ডার পাথর ব্যবহার প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সচিব-মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, রেলের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী জোবায়েদ হোসেন প্রমুখ।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, উপদেষ্টা রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে খনির পাথর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। মধ্যপাড়া-ভবানীপুর রেলপথ দ্রত মেরামতরে জন্য রেলের ডিজিকে বলেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ড পাথর কম পরিমাণ কেনায় মজুদ বাড়ছে। এরপরও মধ্যপাড়া পাথর খনি ভ্যাট ও আয়কর পরিশোধ করে আসছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ২০ অক্টোবর পেট্রোবাংলার মধ্যপাড়া কঠিন শিলার প্রকল্প উদ্ধোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খনিটি ২০০৭ সালে বাণিজ্যিকভাবে পাথর উৎপাদনে যায়। এ খনি থেকে প্রতিদিন পাথর উত্তোলন হয় ৭শ’ থেকে ৮শ’ মেট্রিক টন।

/এসআর/