শিরোনাম

রাষ্ট্রীয় শোক দিবসে লাল গালিচা সংবর্ধনা: ফরিদপুরে নিন্দার ঝড়

সিটিজেন-ডেস্ক­
রাষ্ট্রীয় শোক দিবসে লাল গালিচা সংবর্ধনা: ফরিদপুরে নিন্দার ঝড়
বিদায়ী অধ্যক্ষ ফজলুল হক খানকে ফুল ছিটিয়ে সংবর্ধনাস্থলে নিয়ে যান শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় শোক দিবসের দিনে ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজে বিদায়ী অধ্যক্ষ মো. ফজলুল হক খানকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিদায় জানানো হয়েছে। যা নিয়ে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকারিভাবে বুধবার ছিল রাষ্ট্রীয় শোক দিবস। এ দিবসে কলেজ অধ্যক্ষের জমকালো বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি ফুল ছিটিয়ে বিদায় জানানো হয় সদ্য বিদায়ী অধ্যক্ষ মো. ফজলুল হক খানকে। এ সময় কলেজের স্কাউটবৃন্দ দেন গার্ড অব অনার। ক্রেস্ট ও ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়।

তোরণ নির্মাণের পাশাপাশি ফুল দিয়ে সাজানো হয় সংবর্ধনাস্থল। আয়োজন ছিল ভুরিভোজের। সংবর্ধনার আয়োজনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, রাষ্ট্রীয় শোক দিবসে এমন অনুষ্ঠানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারাই এমন কাজটি করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর